ধরিয়ে দেয়ার আহ্বান বিএনএস সেন্টারের পলাতক ভাড়াটিয়া শেখ আহমেদ লিটুকে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় অবস্থিত বিএনএস সেন্টারের ভাড়াটিয়া শেখ আহমেদ লিটুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বিএনএস সেন্টারের ৭ম, ৮ম এবং ১৩ তলার ভাড়াটিয়া তিনি। তার কাছে ভবনটির মালিক বিশিষ্ট শিল্পপতি এবং বিএনএস গ্রপের চেয়ারম্যান এম.এন.এইচ. বুলু ৭৯ লাখ ৪৯ হাজার ২৮৩ টাকা বকেয়া ভাড়া পাওনা রয়েছেন।
গত শুক্রবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে ধরিয়ে দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম.এন.এইচ. বুলু। পলাতক শেখ আহম্মেদ লিটুর পিতার নাম মো. আলী আহমেদ, মাতা এইচ বিলকিছ। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের আলী বাড়ি। পলাতক শেখ আহমেদ লিটুর সন্ধান পেলে থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শেখ আহমেদ লিটু উত্তরার বিএনএস সেন্টারের ভাড়া, বিদ্যুৎ বিল ও পানির বিল পরিশোধ করছেন না। বিল পরিশোধ না করে সুবিধা ভোগ করছেন তিনি। ভবনের মালিক একাধিকবার তাগাদা দিলেও তিনি ভাড়া দেওয়া থেকে বিরত ছিলেন। গত ৭ জানুয়ারি ভবনের তার ভাড়া অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন মালিকপক্ষের লোকজন।
এরই পরিপ্রেক্ষিতে একদিন পর শুক্রবার শেখ আহমেদ লিটু ৭-৮ জন অজ্ঞাত লোক নিয়ে ভবনের বেজমেন্টের কলাপসিবল গেট ভেঙে বিদ্যুৎ সংযোগ চালু করে। বেজমেন্টের কলাপসিবল গেট ভাঙার সময় মালিকপক্ষের লোকজনকে মারধর করে শেখ আহমেদ লিটু। তাছাড়া বেজমেন্টের কলাপসিবল গেট ভাঙার কারণে ক্ষতিসাধন হয়েছে বলে থানার অভিযোগে উল্লেখ করা হয়।