রোনালদোর জোড়া গোল, ফাইনালের পথে জুভেন্টাস
স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান কাপের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস।ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে এগিয়ে গেল সাদা-কালো শিবির।
মঙ্গলবার প্রথম লেগে মাঠে নেমেই এগিয়ে যায় মিলানের দলটি। ৯ মিনিটের মাথায় গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মাটিনেজ।
যদিও সান সিরো স্টেডিয়ামে ২৫ মিনিটে ফাউলের শিকার হন হুয়ান কুয়াদ্রাদো।ভিডিও অ্যাসিস্টেন্স রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি পায় জুভেন্টাস।এতে গোল করেন দলকে সমতায় ফেরান রোনালদো।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে নেয় সফরকারীরা।৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।
আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে নামবে দল দুটি। ইন্টারের ঘরের মাঠে দুই গোল করে ফাইনাল নিশ্চিতের পথে রয়েছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।