অস্ত্রোপচারের জন্য দুবাই গেলেন মুমিনুল
স্পোর্টস ডেস্ক : ডান হাতের আঙুলের অপারেশনের জন্য দুবাই গেলেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম দলে খেলছিলেন মুমিনুল হক।
গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান টাইগারদের টেস্ট অধিনায়ক।
গত রোববারই দুবাই যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) গেলেন আরব আমিরাতে।
দুবাই পৌঁছে বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করবেন মুমিনুল। এরপরই নেওয়া হবে তার অপারেশনের সিদ্ধান্ত। দুবাইয়ের বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙুলের অপারেশন।