করোনায় আক্রান্ত সার্জিও আগুয়েরো
স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির রেকর্ড গোলদাতা সার্জিও আগুয়েরো। তিনি এখন সেলফ সেলফ আইসোলেশনে আছেন।
টুইটার বার্তায় করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আগুয়েরো জানিয়েছেন, আমি এখন সেলফ আইসোলেশনে আছি।আমার মধ্যে মৃদু উপসর্গ রয়েছে।চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করছি। সবাইকে সাবধনে থাকার আহবান জানাচ্ছি।
আগুয়েরোকে ছাড়া গত বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে ২-০ গোলের জয় তুলে নিয়েছে সিটি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি তাদের টানা নবম জয়।