টেস্ট অল-রাউন্ডার র্যাংকিংয়ে পিছিয়েছেন সাকিব
স্পোর্টস ডেস্ক : এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা হয়েছে সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ফেরা হয়নি যদিও।আসছে বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার সম্ভাবনা আছে সাকিবের।রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তার আগে সুখবর পেলেন এই বাঁহাতি অল-রাউন্ডার।
জুয়াড়ির দেয়া প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি পাবার সঙ্গে আইসিসির সকল কিছু থেকে মুছে ফেলা হয় সাকিবের নাম।কোনো র্যাংকিং এর তালিকায় ছিল না এই বিশ্ব সেরার নাম।নিষেধাজ্ঞা শেষে আবারও সব তালিকায় যুক্ত হচ্ছে তার নাম।
প্রথমে ওয়ানডের অল-রাউন্ডার তালিকায়, এরপর টি-টোয়েন্টির এবং সবশেষ টেস্ট অল-রাউন্ডারের তালিকায় যুক্ত হয়েছেন সাকিব।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় রেখে যাওয়া এক নম্বরে ফেরেন সাকিব। টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে যদিও একটু ছন্দপতন হয়েছে তার। লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে এক নিচে নেমে সাকিবের অবস্থান এখন চার নম্বরে।সোমবার ৭ ডিসেম্বর আইসিসি তাদের নতুন র্যাংকিং দিয়েছে।
টেস্টের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার জায়গা হারিয়েছেন।হোল্ডারের জায়গা দখলে নিয়েছেন ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস (৪৪৬ রেটিং)।
এক পয়েন্ট কম নিয়ে হোল্ডার নেমেছেন দুইয়ে।৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থা চার আর সাকিবের জায়গা নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।