বরিশাল জেলা যুবদলের সভাপতি বিপ্লব আর নেই
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর কাউনিয়া প্রধান সড়কের আকন ভিলার বাসিন্দা সেকেল উদ্দিন আকনের ছেলে পারভেজ আকন বিপ্লবের বয়স হয়েছিলো ৫০ বছর।তিনি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পদের সাথে যুক্ত ছিলেন,এছাড়া বরিশাল সরকারি কলেজের ভিপিও ছিলেন। তিনি স্ত্রী এবং ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রথম এবং কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ কাউনিয়া আকন বাড়ি জামে মসজিদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জেলা যুবদল সভাপাতির অকাল মৃত্যুতে বরিশাল বিএনপিসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিপ্লব বরিশাল বাসী মূলত মানবতার ফেরিওয়ালা নামেই বেশী পরিচিত।নিজের জীবনবাজী রেখে করোনা মহামারী সময়ে নিজে অটো-সিএনজি চালিয়ে দিন-রাত অসহ্য মানুষদের খাদ্য সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করে আসছেন।
স্বল্প সময়ের মধ্যে নগরীর বাসীর আস্তা অর্জন করে নেন বিপ্লব। তার মৃত্যুতে শোকাত বরিশাল বাসী।