নতুন ভূমিকায় আসতে পারেন শাহরিয়ার নাফীস
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন ভূমিকায় আসতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীস। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহরিয়ার নাফীস সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৩ সালে। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য পেলে আবার জাতীয় দলের হয়ে খেলা নিয়ে আলোচনায় আসেন। তবে জাতীয় দলে খেলা হয়ে উঠেনি তাঁর।
৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান জানান, বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান তাঁকে ফোন করেছিলেন। ফোনে তাঁকে বিসিবিতে ম্যানেজার পদে যোগদানের প্রস্তাব দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির সঙ্গে কাজ করার প্রস্তাব তিনি পাননি।
এ ব্যাপারে নাফীস বলেন, সম্প্রতি আকরাম ভাই আমাকে ফোন করেছিলেন। বিসিবিতে চাকরি করার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন।বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেলে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করব বলে তাঁকে জানিয়েছি।আকরাম ভাই আমাকে পরে জানাবেন বলেছেন।
টাইগার দলের হয়ে নাফীস ২৪ টেস্ট, ৭৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের প্রথম অধিনায়কও ছিলেন তিনি।
ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরির মোট ২,২০১ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাঁর টেস্ট সেঞ্চুরি আছে।
জাতীয় দলের চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আরও বেশি সফল ক্রিকেটার নাফীস। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১২৪ ম্যাচ খেলে ১৫ সেঞ্চুরি এবং ৪৮ হাফসেঞ্চুরির সাহায্যে ৮১৪১ রান করেছেন।