যাদের নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।এর আগে ২৯ ডিসেম্বর বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরেন পোলার্ড আসছেন না। দলের গুরুত্বপূর্ণ প্রায় একডজন ক্রিকেটার আসছে না। ঢাল করোনাভাইরাস শঙ্কা। তাতে নতুনে সেজে টেস্ট-ওয়ানডে খেলতে বাংলাদেশে আসতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশ সফরের দুই টেস্ট ও তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।দুই সংস্করণের জন্য দিয়েছে ১৫ সদস্যের করে স্কোয়াড।
পোলার্ড–হোল্ডার ছাড়াও ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, এভিন লুইস, শেলডন কটরেল, শাই হোপ, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, শিমরন হেটমায়ার, শেন ডওরিচের মতো তারকারা ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আসছেন না।
উইন্ডিজকে টেস্টে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথওয়েট। জার্মেইন ব্লেকউড দলের সহ-অধিনায়ক। ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন জেসন মোহাম্মেদ। তার ডেপুটি থাকছেন সুনীল আমব্রিস।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), নক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, জাহমার হ্যামিল্টন, চিমার হোল্ডার, অ্যাকেল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেফার, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), নক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মোসলে, ভিরস্মি পারমল, কেমন রোচ ও জমেল ওয়ারিকান।