দার্জিলিংয়ে ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।তিনি বর্তমানে ‘সল্ট’ নামে হিন্দি ছবিতে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন সানি রায়।
এই ছবিটি নোনতা সম্পর্কের গল্প বলবে। দার্জিলিংয়ে চলছে এই ছবির শুটিং।‘সল্ট’র গল্পে কেন্দ্রীয় চরিত্র শঙ্কর, যিনি কিনা পেশায় একজন স্থপতি।শঙ্কর তার বসের প্রেমিকা মায়ার প্রেমে পড়ে যান।আর এই শঙ্করের ভূমিকায় আছেন চন্দন রায় সান্যাল এবং মায়ার চরিত্রে ঋতুপর্ণা।
এই ছবিতে একটা মিথ্যা কীভাবে জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে সেই গল্পই উঠে আসবে।
পুরো ছবির শুটিং হচ্ছে কলকাতা ও দার্জিলিংয়ে।ছবি প্রসঙ্গে পরিচালক সানি রায় বলেন, আমি এমন অসাধারণ অভিনেতা, কলাকুশলী প্রোডাকশন হাউজ পি এবং পি এন্টারটেইন-মেন্টের সঙ্গে কাজ করতে পেরে খুশি। এই ছবির মাধ্যমে এক দম্পতির সম্পর্কের মিষ্টি প্রেমের গল্প তুলে ধরতে চলেছি।
বলে রাখা ভালো, দীর্ঘ লকডাউনে স্বামী ও সন্তানদের সঙ্গে সিঙ্গাপুরে কাটিয়ে কিছুদিন আগেই কলকাতায় ফিরেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। আর ফিরেই বাংলাদেশের এ সময়ের নায়ক সাইফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন বেঁধে কাজ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম ‘নীল দরিয়ার মাঝি’।