কাজলকে নিয়ে গুঞ্জন
বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী কাজল লকডাউন শুরু পর থেকে বাড়িতেই সময় কাটিয়েছেন। লকডাউন শুরু হওয়ার আগেই সিঙ্গাপুর থেকে মেয়ে নাইশাকে নিয়ে বাড়িতে চলে আসেন তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণ।
এতে করে পরিবারের সঙ্গে বাড়িতে দারুণ সময় কেটেছে তাদের। এদিকে সানি দেওল, নীতু কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় করোনায় আক্রান্ত হন। কাজলও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর চাউর হয়।
এদিকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কাজল জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে অনেক খবর ছড়াচ্ছে। আসলে লকডাউনের মধ্যে বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন তিনি। ওই সময় তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। ফলে তার ওজন
এতো পরিমাণে বেড়েছে যে নিজের মোবাইল ফোনই তাকে চিনতে পারছে না। করোনায় আক্রান্ত হওয়ার খবর মিথ্যা বলে নিজে স্টেটাস শেয়ার করেন অভিনেত্রী!