আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের ছয় ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-১০ লিগের চতুর্থ আসরে দল পেয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার।নতুন বছরের ২৮ জানুয়ারি শুরু হবে ৮ দলের এ টুর্নামেন্ট।
গত আসরের রানার্সআপ দল মারাঠা অ্যারাবিয়ানস এর হয়ে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ ও মু্ক্তার আলী। প্লেয়ার্স ড্রাফট থেকে ডেকে নেয় তাদের। বাংলা টাইগার্সে খেলবেন তরুণ দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান।
নাসির হোসেন খেলেবেন পুনে ডেভিলস এর হয়ে। বুধবার রাতে আবুধাবিতে প্লেয়ার্স ড্রাফট হয়েছে।
প্রতিটি দলেই থাকছে একজন করে আইকন ক্রিকেটার। বাংলা টাইগার্সে ইশুরু উদানা, মারাঠায় শোয়েব মালিক, ডেকান গ্ল্যাডিয়েটর্সে সুনিল নারিন,কালান্দার্সে শহিদ আফ্রিদি,নর্দান ওয়ারিয়র্সে আন্দ্রে রাসেল দিল্লি বুলসে ডোয়াইন ব্রাভো, টিম আবুধাবিতে ক্রিস গেইল, ও পুনে ডেলিভসে আছেন থিসারা পেরেরা।