প্রশংসায় ভাসলেন হিরো আলম
বিনোদন প্রতিবেদক : হিরো আলম গান গাইবার পর থেকেই দর্শকদের রোষানলে পড়েছেন। কেন আলমকে গান গাইতে হবে এমন প্রশ্ন করেছিলেন অনেকেই।ইউটিউবে ডিজলাইক ও নেগেটিভ মন্তব্যের ঝড় বয়ে গেছে।
তবে আলমের চতুর্থ গান মাওলা ও মাওলা গানটির ক্ষেত্রে ঘটেছে বেতিক্রম ঘটনা। ৯ ঘণ্টা আগে প্রকাশিত গানটি ১২ হাজারের বেশি লাইক পেয়েছে।আর ডিজলাইক পড়েছে মাত্র ২ হাজারের মতো।অন্যদিকে কমেন্টস সেকশনেও প্রশংসায় ভাসছেন তিনি।
অনেকেই মন্তব্য করেছেন এই গানটি আলম অনেক ভালো গেয়েছেন। এদিকে হিরো আলম বলেন, আমি গায়ক নই। দর্শকদের আনন্দ দেয়ার জন্যই গান গেয়েছি। ভুল ক্রুটি সবাই ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আমার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।