দুটি পেনাল্টি করেও ম্যাচ জেতাতে ব্যর্থ নেইমার
স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের ম্যাচে নিচের সারির দল লরিয়েন্তের বিপক্ষে হারতে হলো প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। জোড়া পেনাল্টি করার পরও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার।
রোববার রাতে স্টাডে ডু মৌসতৈরে দাপটে ফুটবল খেলে লরিয়েন্ত। ৩৬ মিনিটে লাউরেন্ত আবেরজেলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৪৫ ও ৫৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে দুটি গোল তুলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে ৮০ মিনিটে ইউয়ানে উইস্সার গোলে সমতায় ফেরে লরিয়েন্তে।
নির্ধারিত সময় পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল দুই দল। যোগ করা সময়ে (৯০+১ মিনিট) টেরেম মফফির গোলে এগিয়ে যায় লরিয়েন্তে। এতে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই জয়ের পর ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে অবস্থান লরিয়েন্তের। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৪৮ পয়েন্টে সবার উপরে অবস্থান লিলের।