Jatirkantha
  • ই-পেপার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • আইন আদালত
  • অর্থ-বাণিজ্য
  • ক্রীড়া জগৎ
  • বিনোদন
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফষ্টাইল
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
12

নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা

Habib Featured, Slide, আইন আদালত, ক্রীড়া জগৎ, বিনোদন

নিজস্ব প্রতিবেদক : ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।
এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামিম। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।

বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি।

মামলা সূত্রে জানা যায়, তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানেই অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো।

আরও জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নং আসামি তামিমা সুলতানার ইসলামী শরীয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়।

বিয়ের পর হতে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের একজন তোবা হাসান নামে মেয়ে রয়েছে। যার বর্তমান বয়স ৮ বছর।

মামলায় বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে ২ নং আসামির (ক্রিকেটার নাসির) কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা বাদীর নজরে আসে। বাদী এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পত্রিকায় এই বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয় নিশ্চিত হন।

এ ছাড়া তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, তামিমা বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় নাসিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নাসির বাদীকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার নিকট তামিমা আছেন। বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ।

আসামির সঙ্গে তিনি অবৈধ বিয়ের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা নিকৃষ্ট ব্যভিচার।

‘অপারেশন সুন্দরবন’ ছবির টিজার প্রকাশ করোনা প্রতিরোধী টিকা নিলেন তাহসান

Related Posts

AA1.1.1

Featured, বিনোদন

‘রাধে’র ঝলক নিয়ে হাজির সালমান, ট্রেলার মুক্তি

AA1.1.1

Featured, জাতীয়

মেট্রোরেলের দ্বিতীয় সেট আসবে ১৬ জুন

AA1.1.2

Featured, বিনোদন

আপনি আমার হাত ছাড়বেন না, আমি তা জানি

অনলাইন টিভি

Jatirkantha
Copyright @ 2021 All right Reserved.

এম. এন. এইচ বুলু
প্রকাশক, দৈনিক জাতিরকন্ঠ
চেয়ারম্যান, বিএনএস মাল্টিমিডিয়া লি. (বিএনএস গ্রুপ)

মাকসুদেল হোসেন খান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক জাতিরকন্ঠ
বিএনএস মাল্টিমিডিয়া লি.

  • www.jatirkantha.com
  • www.epaper.jatirkantha.com
  • www.bns1.tv

ঠিকানা

দৈনিক জাতির কন্ঠ
বুলু ওসান টাওয়ার (১০ম তলা)
৪০, কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা- ১২১৩, বাংলাদেশ
ফোন পিএবিএক্সঃ +৮৮০২৮৮৩৪৪০১
ইমেইলঃ nd@jatirkantha.com