বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী অপর্ণা
বিনোদন প্রতিবেদক : বিয়ে করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধবেন তিনি।পাত্র শক্রজিৎ দত্ত। তিনি জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত।
ইতোমধ্যে অপর্ণা ও শক্রজিতের আশীর্বাদ সম্পন্ন হয়েছে।৭ ডিসেম্বর, সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে তাদের আশীর্বাদ অনুষ্ঠান।তাতে অংশ নেন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের তারকারাও।
অপর্ণা নিজে থেকে বিয়ের ঘোষণা দেননি। তবে তার আশীর্বাদ অনুষ্ঠানের ছবিগুলো তারই সহকর্মীরা শেয়ার করছেন। দিচ্ছেন শুভেচ্ছাবার্তা।এর মাধ্যমেই ছড়িয়ে পড়েছে অপর্ণার বিয়ের খবর।
জানা গেছে, শক্রজিতের সঙ্গে অপর্ণার প্রেম ছিল।তারা দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন।এবার সেই সম্পর্ককে পূর্ণতা দিচ্ছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে শোবিজ জগতে আত্মপ্রকাশ করেন অপর্ণা ঘোষ।এরপর অভিনয়ে এসে নিজেকে মেলে ধরেন।অর্জন করেন উল্লেখযোগ্য জনপ্রিয়তা।নাটক, টেলিফিল্ম, উপস্থাপনার পাশাপাশি তিনি সিনেমায়ও অভিনয় করেছেন।
‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অপর্ণা।এর মধ্যে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রীর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।