সানাকে কাজও ছাড়তে ও বোরকা পরতে আমি বলিনি: আনাস
বিনোদন ডেস্ক : গুজরাটের মাওলানা আনাসকে বিয়ের পর থেকেই আলোচনায় বলিউড অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে তার অবস্থান। স্বামীর সঙ্গে ছবি বা ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল বনে যান তিনি।
সানা আর তার স্বামীকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু সানা স্পষ্ট জানিয়েছিলেন, কোনো চাপ নয়, তিনি বিয়ের আগেই কাজ ছাড়বেন জানিয়েছিলেন এবং বোরকা পরা তার একদম নিজের সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে এত দিন মুখ না খুললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানার স্বামী পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, যারা বলছেন সানা ও আমাকে মানাচ্ছে না, তারা একদম ভুল। আমরা দুনিয়ার সেরা জুটি। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। আমি ভাগ্যবান যে সানাকে পেয়েছি। ওর সঙ্গ ছাড়া আমি ভালো থাকতাম না।
তিনি আরও বলেন, আমি সানাকে কাজ ছাড়তে বলিনি। এটা ওর সিদ্ধান্ত। এমনকি বোরকা পরতেও বলিনি। সেটা ও নিজের ইচ্ছাতেই পরছে।