অনুশীলনে ফিরলেন মেসি
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কোপার ফাইনালের আগে বার্সেলোনাকে সুখবর দিলেন লিওনেল মেসি। শনিবার এই তারকা ফিরেছেন অনুশীলনে।
রোববার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বার্সেলেনা। এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারেননি মেসি।
গত শনিবার বার্সেলোনার জার্সিতে মেসি খেলেছেন সবশেষ ম্যাচ। গ্রানাদার বিপক্ষে লা লিগার ম্যাচটির পর থেকে ইনজুরির সমস্যায় ভুগছিলেন কাতালান ক্লাবটির অধিনায়ক।
সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে অবশ্য স্কোয়াডে ছিলেন মেসি।কিন্তু ফিটনেস সমস্যায় ম্যাচের আগ মুহূর্তে ছিটকে যান।ম্যাচের দিন দলের হালকা অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। তবে শুক্রবার একক অনুশীলন করেন। এবার ফিরলেন দলীয় অনুশীলনেও।
ফাইনালে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবেও মাঠে নামতে দেখা যেতে পারে মেসিকে। বার্সা কোচ রোনাল্ড কোম্যান দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী, আমরা আশা করছি সে খেলবে।