আহমদ শফীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য ও হেফাজতে ইসলামের একাংশ।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর থেকেই তার পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছিলেন তাকে নির্যাতন করে মৃত্যু ত্বরান্বিত করা হয়েছে। একই অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানী।
এ সময় হেফাজতে ইসলামের আরেক নেতা মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লামা শফীর মৃত্যুর পর তড়িঘড়ি করে যেভাবে কমিটি দিয়ে বাবুনগরীকে আমির নির্বাচন করা হয়েছে, তা অবৈধ।
সংবাদ সম্মেলনে হাটহাজারীতে জীবনের শেষ তিন দিন শীর্ষক একটি বই তুলে দেন সাংবাদিকদের হাতে। যেখানে তারা উল্লেখ করেন দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স আটকে রেখে অক্সিজেনের তার ছিঁড়ে ফেলায় আহমদ শফীর অবস্থা সংকটাপন্ন হয়।