রাতে মাঠে নামছে ম্যানেটেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ান্ট কিলারের তকমা পাওয়া দল সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু রাত নয়টায়।অন্যদিকে, ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে এভারটন।ম্যাচ শুরু রাত সাড়ে ১১টায়।
১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে সাউদাম্পটন।তাদের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ম্যানসিটি।১২ ম্যাচে নামের পাশে ২০ পয়েন্ট। টেবিলে ৯ নম্বরে গার্দিওলার দলের অবস্থান।
এদিকে, লিগের অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে নেই আর্সেনাল।লিগ টেবিলের ১৫ নম্বরে থাকা দলটির ইনজুরির বড় লাইন।কার্ড জটিলতায় মাঠের বাইরে থাকবেন গেব্রিয়াল।