পিছিয়ে দেওয়া হলো গ্র্যামি অ্যাওয়ার্ড
বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে নাজুক অবস্থায় যুক্তরাষ্ট্র। সে কারণে এবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পিছিয়ে দেওয়া হলো। লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ৩১ জানুয়ারির পরিবর্তে অনুষ্ঠানটি হবে ১৪ মার্চ। মঙ্গলবার রেকর্ডিং একাডেমি এবং সিবিএস এক যৌথ বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানে পারফর্ম করবেন এমন শিল্পীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন ‘দ্য ডেলি শো’ হোস্ট এবং কমেডি শিল্পী ট্রেভর নোয়া। তবে মার্চের অনুষ্ঠেয় আসরে তিনিই উপস্থাপনা করবেন কি না, সে ব্যাপারে পরে আর তথ্য পাওয়া যায়নি।
গত নভেম্বরে গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১ এর মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। নয়টি মনোনয়ন পেয়ে এ বছরের শীর্ষস্থানে রয়েছেন গ্র্যামির অন্যতম আকর্ষণ পপ তারকা বিয়ন্সে। তার মেয়ে ব্লু আইভি কার্টারও একটি মনোনয়ন পেয়েছেন। গ্র্যামির পরিবর্তিত তারিখের কাছাকাছি সময়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস, যেখানে টেলিভিশন ও বড় পর্দার শিল্পীদের পুরস্কৃত করা হয়। গ্র্যামির জন্য সেটিও এবার পিছিয়ে যাবে কি না, তা জানা যাবে কয়েক দিন পরে।
করোনা মহামারির পর থেকে যুক্তরাষ্ট্রে বেশির ভাগ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনলাইনে হয়েছে। এ ব্যাপারে এএফপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ভার্চ্যুয়াল মাধ্যমে হতে পারে বলে এর আগে জানিয়েছিল আয়োজক সংগঠন। ১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।