অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই
বিনোদন ডেস্ক : অস্কারজী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। স্থানীয় সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের ক্যান্সিটিকাটে নিজ বাড়িতে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত এ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রূপালি পর্দার পাশাপাশি মঞ্চেও সমান জনপ্রিয় ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’ ও ‘অল দ্য ওয়ার্ল্ড’।
২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জেতেন তিনি।২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্যও মনোনীত হয়েছিলেন।
১৯২৯ সালে কানাডার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার প্লামার। তিনি কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ছিলেন।