সেদিন নাইটক্লাবে কী ঘটেছিল জানালেন সুজান
বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে একটি নাইট ক্লাব থেকে আটক করা হয়েছিল হৃত্বিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। তার সঙ্গে সুরেশ রায়না, গুরু রনধাওয়াসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে সুরেশ ও রনধাওয়াকে।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়েছেন সুজান। জানিয়েছেন সেদিন আসলে কী ঘটেছিল সেই প্রসঙ্গে। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
সুজান লিখেছেন, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে সাহারের জে ডব্লিউ ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে একত্রিত হয়েছিলেন তারা কয়েকজন। রাত আড়াইটার দিকে হোটেল কর্তৃপক্ষে সঙ্গে কিছু বিষয়ে আলোচনার জন্য অতিথিদের আরও ৩ ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। ফলে ভোর ৬টায় সেখান থেকে বের হন তারা।
তাদের নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সত্যি নয় উল্লেখ করে সুজান আরও লিখেন, নাইটক্লাবে তাদের আটক করা হয়েছে, পরে ছাড়া হয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশের তরফে যে খবর প্রকাশ করা হচ্ছে, তা পুরোপুরি ভুল এবং দায়িত্বজ্ঞানহীন।