ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলীয় বেনিশানগুল-গুমুজ অঞ্চলে বন্দুকধারীদের হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।দেশটির মানবাধিকার কমিশন এ কথা জানিয়েছে। রাষ্ট্র পরিচালিত ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার মেটেকেল জোনের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
অঞ্চলটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন। আফ্রিকার দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশটিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে সহিংসতা লেগে আছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের থেকে গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
পশ্চিমাঞ্চলীয় বুলেন শহরের একজন কৃষক বেলে ওয়াজেরা বলেছেন, তিনি তার বাড়ির কারছে এক ক্ষেতে ৮২ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।তিনি বলেন, গুলির শব্দ পেয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা জেগে উঠি এবং ‘ধর ধর’ চিৎকার শুনে বাড়ি থেকে পালিয়ে যাই।
ওয়াজেরা রয়টার্সকে বলেন, আমার স্ত্রী ও পাঁচ সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার পেছনের অংশে গুলি লেগেছে এবং আমার বাকি চার সন্তানকে এখন খুঁজে পাচ্ছি না।
গত ছয় সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে। এ যুদ্ধে সাড়ে ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের কারণে অন্যান্য অঞ্চল সেনাশূন্য হওয়ায় নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে।
ইথিওপিয়ার জ্যেষ্ঠ এক আঞ্চলিক কর্মকর্তা গাসু ডুগাজ জানিয়েছেন, বেনিশ্যাঙ্গুল-গুমুজ অঞ্চলের হামলা নিয়ে কর্তৃপক্ষ অবগত রয়েছে। হতাহত ও হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এর বাইরে কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি।