লালমনিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আহতদের হাতীবান্ধা স্বাস্থকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাঈম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে ভর্তি করা হয়েছে।