মিউজিক ভিডিওতে মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।২০১২ সালে অভিষেক হয়েছিল তার।এরপর অভিনয় করেছেন বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায়।এর মাধ্যমে তিনি নিজেকে ঢালিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
এবার মাহি আসছেন মিউজিক ভিডিওতে।প্রথমবারের মতো কোনো গানের মডেল হয়েছেন তিনি। গানের নাম ‘দাগা’।প্রকাশ হচ্ছে দেশের এই সময়ের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
‘দাগা’ গানটি গেয়েছেন ধ্রুব গুহ। যিনি ‘শুধু তোমার জন্য’ ও ‘যে পাখি ঘর বোঝে না’ গান দুটি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর অবশ্য আরও বেশ কিছু গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।
গতকাল ১৪ জানুয়ারি ছিল ধ্রুব গুহর জন্মদিন। এই বিশেষ দিনেই নতুন গানের চমকপ্রদ খবরটি দিয়েছেন তিনি। নতুন গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। গানটির ভিডিও পরিচালনা করেছেন রায়হান রাফি।
গানের ভিডিওতে মাহিয়া মাহির সঙ্গে অংশ নেবেন শিল্পী ধ্রুব গুহও। এর আগেও তিনি তার গানগুলো মডেল হয়েছিলেন। আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে গানের ভিডিওটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন ধ্রুব গুহ।