রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে পিকআপভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তি কসাইয়ের কাজ করতেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।
নিহতের ভাই মোস্তফা জানান, তাঁদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায়।নিহত সাইফুল স্ত্রী সীমা আক্তারসহ তিন মাসের মেয়ে শুভাকে নিয়ে বাড্ডার শাহজাদপুর এলাকায় থাকতেন।তিনি মগবাজার এলাকায় একটি মাংসের দোকানে কাজ করতেন।
নিহতের ভাই জানান, আজ ভোরে বাসা থেকে কাজে যাওয়ার জন্য বের হন সাইফুল।কিন্তু পথে সুবাস্তু টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ সময় পথচারীরা আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মো. বাচ্চু মিয়া জানান, সাইফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।