তিস্তা নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : তিস্তার অমিমাংসীত পানিবন্টন ইস্যুতে সবুজ সংকেত পাওয়া গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তিস্তা পানি বন্টন অচিরেই হতে পারে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
পরে তিস্তা নিয়ে এমন আশার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাাদক। তিনি আরও বলেন: বাংলাদেশ-ভারত রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে দুদেশের অভিন্ন দৃষ্টি ভঙ্গি রয়েছে। কাউকে সীমান্তে বাংলায় মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন: সীমান্তে হত্যার বিষয়ে দুদেশের মধ্যে বৈঠক চলছে। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে আনার বিষয়ে এসময় আশাবাদ রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন: দুই দেশের সম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে যা ভবিষ্যতে আরো জোরদার হবে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।