বৃহস্পতিবার দুপুরেই বাংলাদেশে আসছে করোনার ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ বাংলাদেশে আসবে আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে। আর বাংলাদেশের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো আব্দুল মান্নান।
বেক্সিমকোর সূত্র উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ ভ্যাকসিন, যেসব ভ্যাকসিন মূলত সেরাম ইনস্টিটিউট থেকে কেনা হয়েছে। এভাবে মোট ৭০ লাখ ভ্যাকসিন পাচ্ছি আমরা।
তারমধ্য থেকে ৬০ লাখ ভ্যাকসিন প্রথম ধাপে প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব।
সচিব বলেন, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর দেড়টায় এসব টিকা বাংলাদেশে আসবে। সেখান থেকে টিকা তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে। প্রথম মাসে টিকা দেওয়া হবে ৬০ লাখ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে করোনার টিকার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে।
এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকোটল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এরপর টিকা দেওয়া হবে সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, প্রথম মাসে টিকা আসবে ৭০ লাখ। এরমধ্যে ৬০ লাখ টিকা প্রয়োগ করা হবে প্রথম মাসে।