সাংবাদিক আবু বকর সিদ্দিকের হামলা মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ!
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি ও জনতার নিঃশ্বাসের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিককে হত্যাচেষ্টা করে হাত পা ভেঙ্গে দেয়ার ১৭ দিন পেরিয়ে গেলেও এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার দিন রাতেই জয়দেবপুর থানায় মামলা হলেও আসামীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। পুলিশ বলছে সন্দেহভাজন একজন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র জানায়, আসামীদের নিয়মিত থানার কতিপয় পুলিশ সদস্যের সাথে যোগাযোগ রয়েছে। এনিয়ে ক্ষুব্ধ সাংবাদিকদের মাঝে। এদিকে গাজীপুরের জৈনা বাজার,শ্রীপুর,চৌরাস্তা,হোতাপাড়া,জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে,গাছা, সিলেট,চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ইন্দুরকানীসহ সারাদেশে সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করেছে।
এছাড়াও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ্ ও সংগঠনটির গাজীপুর জেলা সভাপতি দেলোয়ার হোসাইন গুরুতর আহত সাংবাদিক আবু বকর সিদ্দিক কে হাসপাতালে দেখতে এসে ঘটনার ১৭ দিনেও আসামী না ধরায় ক্ষোভ জানিয়ে দ্রুত আসামী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর বলেন, ঘটনার বিচার না হলে ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের গড়িমসি অব্যাহত থাকলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত: গত ২০ জানুয়ারি গাজীপুর সদর প্রেসক্লাব থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে সাংবাদিক আবু বকর সিদ্দিকের দুই হাত ও এক পা ভেঙ্গেদেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারে খবর দিলে মূর্মূর্ষ অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলে কলেজে ভর্তি হয়। আহত আবু বকর সিদ্দিক হামলাকারীদের মধ্যে তিন জনকে চিনেছেন এবং বাকিদের দেখলে চিনবেন বলে জানান। এরা হলে অবৈধ সমিতি পরিচালনাকারী আমিনুল ইসলাম,এমদাদ ও মজিবুর। তাঁর এই তথ্যের ভিত্তিতেই মামলা হয় জয়দেবপুর থানায়। হামলার শিকার এই সাংবাদিক নেতা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।