ফের সিনেমায় জুটি সিয়াম-পূজা
বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ ও পূজা চেরি এই প্রজন্মের জনপ্রিয় নায়ক-নায়িকা। তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায়। দুটি সিনেমাই হয়েছে সফল, পেয়েছে প্রশংসা। সেই সঙ্গে সিয়াম-পূজাও জুটি হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন।
এরপর তারা জুটিবদ্ধ হয়েছেন ‘শান’ সিনেমায়। যেটার নির্মাণ কাজ শেষ। রয়েছে মুক্তির অপেক্ষায়। দর্শকপ্রিয় এই জুটি আবারো সিনেমায় এক হচ্ছেন। নতুন সিনেমাটির নাম ‘সিকান্দার’। এটি নির্মাণ করছেন নবাগত পরিচালক জুবায়ের আলম। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
সিয়াম-পূজা অবশ্য এখনো ‘সিকান্দার’ সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তবে তাদের সঙ্গে যাবতীয় আলাপ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন।
এদিকে সিয়াম জানিয়েছেন, ‘সিকান্দার’ নিয়ে কেবল প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য পড়ার পর পছন্দ না হলে সিনেমাটি তিনি নাও করতে পারেন।
প্রসঙ্গত, সিয়াম আহমেদ ও পূজা চেরি আলাদাভাবে একাধিক সিনেমায় কাজ করছেন। অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, বঙ্গবন্ধু ইত্যাদি আলোচিত সিনেমায় কাজ করছেন সিয়াম।অন্যদিকে পূজার হাতে রয়েছে ‘জ্বীন’, ‘সাইকো’ ও ‘হৃদিতা’সহ বেশ কয়েকটি সিনেমা।