সিইসিসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক : বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক, তাই তাদের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছে বিএনপি। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে দলের পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি করেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, সরিয়ে দিতে বলেছি। শুধু বিএনপিই নয়, এখন দেশের বিশিষ্টজনসহ আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে এই নির্বাচন কমিশন বিতর্কিত। তারা কখনই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে না।
তিনি আরও বলেন, এই কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে। ভোট চুরি করে নিয়ে যাওয়ার পর সিইসি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এতই সুষ্ঠু হয় যে কোন কেন্দ্রে শতকরা ১০০ ভাগের বেশিও ভোট পড়ে যায়।
মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। মানবাধিকার হরণের পাশাপাশি দেশে ভিন্নভাবে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। এজন্যই ক্ষমতাসীনরা রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল আরো বলেন, এখনও সময় আছে আপনারা পদত্যাগ করুন। না হলে এদেশের মানুষ জাগ্রত হয়ে বাধ্য করবে। আসুন সব রাজনৈতিক দল মিলে আমরা এই সরকারকে বিদায় দেওয়ার জন্য বৃহত্তর ঐক্য গঠন করি। আমাদের ভোটাধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে এই সরকার সরানোর আন্দোলন করি।