ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছে। নিহতরা হলেন- চাচা গোলাম মোস্তফা ও ভাতিজা জসু মিয়া। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি গ্রামে বাড়ির আঙিনায় ছিঁড়ে পড়ে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাইজ উদ্দিনের ছেলে।তারা দুজনই কৃষিকাজ করতেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে ভোর পাঁচটায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ ঘটে আগুন ধরে বাড়ির সার্ভিস তার ছিঁড়ে উঠানে পড়ে যায়।এ সময় দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় উঠানের উপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যান মোস্তাফা। বাড়ির আশপাশের লোকজন চিৎকার করলে ভাতিজা জসু মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যায়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থলে অবস্থানকারী নবীনগর থানার এসআই মামুনুর রশীদ জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করেছে।