সার্জারি করে ফিগার গড়েছেন প্রিয়া
বিনোদন ডেস্ক : তার বয়স যখন ১২ বছর, তখন তিনি কাজ করেছেন বলিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কোয়ি মিল গায়া’তে। ওই সিনেমায় তাকে দেখা গেছে শিশুশিল্পী হিসেবে। এরপরের দুই বছরে শিশুশিল্পী হিসেবে আরো কিছু কাজ করেন।
দুই বছর বিরতি নিয়ে তিনি ফিরলন, আর সবাইকে চমকে দিলেন। তার শারীরিক গঠন দুই বছর পরিবর্তন হয়ে একেবারে পূর্ণতা পেয়ে যায়। ২০০৭ সালে তিনি অভিনয় করলেন নায়িকা চরিত্রে। হিমেশ রেশমিয়ার বিপরীতে সেই সিনেমার নাম ‘আপ কা সুরুর’।
হাংসিকা মোটওয়ানি ‘কোয়ি মিল গায়া’ সিনেমায় তিনি শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন।আর চার বছরের ব্যবধানে পুরোপুরি নায়িকা বনে গেছেন। শোনা যায়, হাংসিকা তার শারীরিক গঠনে পূর্ণতা দেয়ার জন্য সার্জারির পথ বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, ফিগার গঠনের জন্য তিনি নাকি ইনজেকশনও নিয়েছিলেন। আর এই পুরো প্রক্রিয়ায় তাকে সাহায্য করেছিলেন তার মা।
হাংসিকার শারীরিক গঠন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে তিনি কিংবা তার মা এই বিষয়ে কখনো মুখ খোলেননি।
২০১১ সাল থেকে হাংসিকা তামিল সিনেমায় কাজ করছেন।র্তমানে তিনি ওই ইন্ডাস্ট্রির একজন ব্যস্ত নায়িকা। আর সেখানে সাফল্যকে আলিঙ্গন করেন।