ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগে আশরাফুল আলম ফয়েজী (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশরাফুল আলম ফয়েজী গাজীপুরের কাপাসিয়ার দস্যুনারায়নপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক।
কাপাসিয়ার থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, ৮ বছর বয়সী নির্যাতিত ওই ছাত্র মাদ্রাসায় আবাসিকে থেকে পড়াশুনা করতো। এ সুযোগে ওই শিক্ষক ছাত্রকে বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বলাৎকার করতো। গত ২ ডিসেম্বর ওই ছাত্র নিজ বাড়িতে ফিরে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়।
পরে মাদ্রাসায় ফিরে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই ছাত্র তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে তার মা বাদী হয়ে রোববার (২০ ডিসেম্বর) কাপাসিয়া থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।