ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান দুই মেয়রই দুর্নীতিবাজ: রিজভী
নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান দুই মেয়রই দুর্নীতিবাজ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গণতন্ত্র এবং ভোটাধিকার হরণকারী নিশিরাতের এই সরকারের বিরুদ্ধে নেতা, এমপি, মেয়ররা টাকার ভাগবাটোয়ারা নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।হামলা, মামলা, খুন, গুম এবং সকল অধিকার হরণের মাধ্যমে মানুষের জীবনকে বিষময় করে তুলেছে। এই ফ্যাসিস্টদের পরাস্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।