ফেসবুকে চোখ ধাঁধানো ছবি পোস্ট করলেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।তার পারিবারিক নাম দিলারা হানিফ।আর ডাক নাম রিতা।
মিষ্টি হাসির এই চিত্রনায়িকা মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পায়।সেখানে নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে।প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে।
প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন।পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
গ্ল্যামারাস এই নায়িকার ভক্ত দিন দিন যেন বাড়ছে! সেই ভক্তদের উদ্দেশে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ তিনটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা।
জানাতুল ফেরদৌস তিশা নামের একজন লিখেছেন- অসাধারণ মাশা-আল্লাহ আপু। আজহার উদ্দিন নামের একজন কমেন্টে লিখেছেন-একজন মানুষ এত সুন্দর কেন হয়?
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সেখানেই কেটেছে শৈশব। কৈশোরে চলে আসেন ঢাকায়। ঘটনাক্রমে নাম লেখান সিনেমায়।