নতুন আঙ্গিকে বিএনএস ওয়ান টিভি’র কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম ইন্টারনেট বেইজ টেলিভিশন বিএনএস ওয়ান টিভি’র ৬ষ্ঠ বর্ষ পূর্তি আজ।২০১৪ সালের ১৬ ডিসেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা করেছিল বিএনএস ওয়ান টিভি।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গিকারবদ্ধ এই টিভি।
প্রতিষ্ঠার ৬ বছর পর আজ মহান বিজয় দিবসে সম্পূর্ন নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে বিএনএস ওয়ান টিভি।
বুধবার সন্ধ্যায় বনানীর বুলু-ওসান টাওয়ারের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এম.এন.এইচ বুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফকাত বিন বুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনএস ওয়ান টিভির সিইও এন্ড চীফ এডিটর মাকসুদেল হোসেন খান মাকসুদ ছাড়াও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এন.এইচ বুলু বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশ ও বিদেশে প্রচার-প্রচারণায় অগ্রনী ভূমিকা রাখবে বিএনএস ওয়ান টিভি।
তিনি আরো বলেন, সঠিক তথ্য সমৃদ্ধ সংবাদ প্রবাহ, প্রাণবন্ত বিনোদন, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা ছাড়াও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এই টেলিভিশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফকাত বিন বুলু সবাইকে এই টেলিভিশন দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, এ চ্যানেলের শ্লোগানই হচ্ছে ডিজিটাল অগ্রযাত্রায় আমরা। কাজেই আমরা সব সময় তথ্য প্রযুক্তিকে প্রাধান্য দেব।