শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের গড় তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।পরে আবহাওয়া অধিদপ্তর জানায় এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গতকাল ২৯ ডিসেম্বরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পাবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।