বাংলাদেশের নতুন গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের নতুন গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। লেস ক্লিভলির স্থলাভিষিক্ত হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়োগ দিয়েছে ফুটবল ফেডারেশন।
এক বছরের জন্য তার সাথে চুক্তি করেছে বাফুফে। আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচেও জাতীয় দলে শহিদুল-আশরাফুল-জিকোদের সামলাবেন তিনি। এছাড়াও অনূর্ধ্ব ২৩ সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের সাথেও কাজ করবেন বিপ্লব।
পাশাপাশি দেশব্যাপি প্রতিভাবান গোলরক্ষক খুঁজে বের করতে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে যুক্ত থাকবেন রেকর্ড টানা আট সাফ চ্যাম্পিয়নশিপ খেলা গোলকিপার।