রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার বেলা ১০ টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীঘাট থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা বলেন, নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর চৌধুরীঘাটের নদীতে নবজাতকের বস্তাবন্দি ভাসতে দেখে লাশ স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নবজাতকের নাম এখনো পরিচয় এখনো জানা যায়নি। নবজাতক মেয়ে শিশুটির শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।