করোনা আক্রান্ত আরিফিন শুভ
বিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনে বেশ আগেই করোনার থাবা বসিয়েছে।হলিউড, বলিউড, টালিউড কিংবা টিভির অভিনয়শিল্পীদের একের পর এক করোনায় আক্রান্ত হবার খবর শোনা যাচ্ছে।কারো কারো জীবন কেড়ে নিয়েছে করোনা।
এবার শোনা গেল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর করোনা আক্রান্ত হবার খবর।নিজ ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা।
শনিবার (১২ ডিসেম্বর) ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে অভিনেতা বলেন, শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল।গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে।
সেটা পজিটিভ আমি একদম ঠিক আছি।গন্ধ পাচ্ছি না খাবারে।তবে বাকি সব ঠিক আছে।খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো।ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন শুভ।