করোনা থেকে বাঁচতে মাস্ক পরতে হবে
নিজস্ব প্রতিবেদক : সকলেই মাস্ক পরি, করোনা জয় করি স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।সকালে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতির সৌজন্যে এবং গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউটসের সহযোগিতায় এ মাস্ক বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।
হাছিনা গাজী বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাই মাস্ক পরুন। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র ওষুধ মাস্ক। নিজে মাস্ক পরুন, অপরকে মাস্ক পরতে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে আপনাদের পাশে ছিলাম। এখনও আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যা আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।