শুভ জন্মদিন মিস্টার বিন
বিনোদন ডেস্ক : টিভি সিরিজ ‘মি. বিন’এর কথা সবার মনে আছে। কিছু না বলেও যিনি মানুষকে অবিরাম হাসাতে পারেন, আনন্দ দিতে পারেন, তিনি মিস্টার বিন। তার নাম রোয়ান অ্যাটকিনসন। কিন্তু মিস্টার বিন রূপে তিনি এতোটাই জনপ্রিয় হয়েছেন যে, এখন তাকে মিস্টার বিন নামেই সবাই চেনে। আজ ৬ জানুয়ারি শনিবার তার জন্মদিন।
চলচ্চিত্রে সবাক যুগ এসেছে বহু বছর আগে। অথচ এই সংলাপের যুগেও মিস্টার বিন নির্বাক চলচ্চিত্র করেছেন একের পর এক। আবার সেগুলো পেয়েছে সাফল্যও। সুতরাং তাকে নির্বাক চলচ্চিত্রের অনন্য মহানায়ক তো বলাই যায়।
অবশ্য রোয়ান অ্যাটকিনসনের সাফল্যের শুরুটা হয়েছিল স্কেচ কমেডি শো ‘নট দ্যা নাইন ও’ক্লক নিউজ’ এবং ‘দ্যা সিক্রেট পুলিসম্যান’স বল’-এ অংশগ্রহণের মাধ্যমে।
শুধু টিভির পর্দায় নয়, অ্যাটকিনসন রেডিওতেও কাজ করেছেন। ১৯৭৮ সালে বিবিসি রেডিও ৩ এর জন্য শুরু করেছিলেন ‘দ্যা অ্যাটকিনসন পিপল’ নামক একটি কমেডি শো। এই সিরিজটি লিখেছিলেন রোয়ান অ্যাটকিনসন নিজে এবং রিচার্ড কার্টিস।
নিউক্যাসেল ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি লাভের পর টেলিভিশনে কাজ শুরু করেন রোয়ান। ১৯৮৩ সালে রোয়ান কাজ করেন ‘ব্ল্যাক অ্যাডার’-এ।
রোয়ান অ্যাটকিনসন তার কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন অনেক। দ্য অবজার্ভার তাকে ব্রিটিশ কমেডির সবচেয়ে মজার ৫০ জন অভিনেতার একজন হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০০৫ সালে ভোটের মাধ্যমে তাকে সর্বকালের সেরা ৫০ জন কমেডিয়ানের মধ্যে একজন হিসেবে নির্বাচিত করা হয়।
ব্যক্তিগত জীবনে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেছিলেন সুনেত্রা সাস্ত্রীকে। ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা সংসার করেছেন। এরপর বিচ্ছেদ হয়ে যায়। ২০১৪ সাল থেকে লুইস ফোর্ডের সঙ্গে লিভ টুগেদার করেন রোয়ান।
১৯৫৫ সালের এই দিনে ইংল্যান্ডের, ডুরহাম বিভাগের, কনসেটে জন্ম গ্রহণ করেন তিনি। একজন ব্রিটিশ লেখক, অভিনেতা, একই সঙ্গে কমেডিয়ান হিসেবেও পরিচিত তিনি। এছাড়া মিস্টার বিন, সিটকম ব্লাকাডার এবং নট দ্য নাইন ও ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ শো জন্য সুপরিচিত।