পেলের রেকর্ড দখলের খুব কাছে মেসি
স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এদিকে বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তবে আবার অনেকেই কিং লিওকে সর্বকালের সেরাদের কাতারে রাখতে পছন্দ করেন।কেননা তার ঝুলিতেও আছে অগণিত রেকর্ড।
এবার আরো এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনার বার্সেলোনা এ ফরোয়ার্ড।ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনো পেলের দখলে।এ রেকর্ডটি নিজের করে নিতে মেসির দরকার আর মাত্র একটি গোল।
লা লিগায় রোববার লেভান্তের বিপক্ষে একটি গোল করেন মেসি।শেষ পর্যন্ত তার ণৈপুণ্যে জয়ে ফেরে কাতালানরা। এই গোলের মাধ্যমে বার্সার জার্সিতে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৬৪২ এ।
ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে পেলে গোল করেছেন ৬৪৩টি। অর্থাৎ আর এক গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি।
যদি পরের খেলায় দুই গোল করেন তাহলে ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের দখলে নেবেন এ তারকা ফরোয়ার্ড।