হুইপ সামশুল হক চৌধুরী করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ পটিয়া আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি আলহাজ সামশুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
হুইপ পুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন তার ফেসবুক পোস্টে পিতা হুইপ সামশুল হক চৌধুরীর রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়ে জানান, তার বাবা গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশগ্রহণ করে অসুস্থতা বোধ করতে থাকেন।
পরে গত ২৩ ডিসেম্বর তার বাবার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। তিনি আরো জানান, মহামারী করোনার সময়ে তার পিতা হুইপ সামশুল হক চৌধুরী পটিয়ার ৬৫ হাজার মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণখাদ্যসামগ্রী বিতরণ করেন।পাশাপাশি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন এবং আলাদা ওয়ার্ড স্থাপন করেন।
এ দিকে গত রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাবেদ জানিয়েছেন, হুইপ সামশুল হক চৌধুরী করোনা পজিটিভ কি না তা তিনি নিশ্চিত নন। তবে তিনি জানান, হুইপ মহোদয় এর আগে অন্তত তিনবার তার নমুনা দিয়েছেন প্রতিবারেই তিনি নেগেটিভ হন।