পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে জুয়া, ইউপি সদস্যসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ ৪ জুয়ারিকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গতকাল বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ২য় তলার একটি কক্ষ থেকে ওই জুয়ারিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হামিদ (৫১) এবং আবু হোসেন (৪৫), জাহেদুল হক (৩৫), আবদুর রশিদ (৪০)। একই সাথে ঘটনাস্থল থেকে জুয়ারিদের তাস, টাকা, বিস্কুট ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলামের সংবাদের ভিত্তিতে আমরা ইউপি কার্যালয়ে এসে ৪ জুয়ারিকে আটক করি। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। ইউপি সদস্য আবদুল হামিদের নেতৃত্বে ইউপি চৌকিদার রুস্তম আলীর ছেলে শাহজাহানের সহযোগীতায় প্রায়ই জুয়া খেলার আসর বসছিল।
ইউপি চেয়ারম্যান জাহেদুল হক বলেন, আমি ইউপি কার্যালয়ে একটি শালিশের কাজে ব্যস্ত ছিলাম। এ সময় এক ব্যক্তি আমাকে খবর দেয় ২য় তলায় জুয়া খেলা চলছে। আমি সে সময় চৌকিদারকে নির্দেশ দেই ওই কক্ষে তালা লাগানোর জন্য। পরে পুলিশে খবর দেয়া হলে তাদেরকে আটক করে পুলিশ। এই ঘটনায় চৌকিদারের ছেলে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।