চার পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে কেন্দ্র দখল, ভোটারদের বাধা, এজেন্টদের বের করে দেওয়া, হামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের চারটি পৌরসভায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। এই চারটি পৌরসভা হলো বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা, কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা এবং পাবনার ইশ্বরদী পৌরসভা।
মোংলা : মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ভোটারদের বাধা, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ভোট শুরুর মাত্র দুই ঘণ্টার মাথায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থীসহ ১২ কাউন্সিলর পদপ্রার্থী।আজ শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. জুলফিকার আলী।এ সময় মেয়র পদপ্রার্থীর সঙ্গে বিএনপি সমর্থিত ১২ কাউন্সিলর পদপ্রার্থীও ভোট বর্জন করেন।
এ ছাড়া দুপুর ১২টার দিকে ভোট বর্জন করেন আরো চার স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী।পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকায় স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা ভোট বর্জনের ঘোষণা দেন।৩ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন, ইউনুস আলী, সুমন মল্লিক ও এমরান হোসেন একসঙ্গে ভোট বর্জনের ঘোষণা দেন।
কুলিয়ারচর : কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ও প্রার্থীর সঙ্গে অসাদাচরণ করার অভিযোগ এনে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী নুরুল মিল্লাত। পৌর শহরের বেতিয়াকান্দি এলাকায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক। পৌর এলাকায় নিজ বাসভবনে আজ সকালে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
মেয়রপ্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিকের অভিযোগ, আজ সকালে শহিদ সেকেন্দার আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ভোট দিতে যান তিনি। কিন্তু তাঁকে কেন্দ্র থেকে বের থেকে দেয় আওয়ামী লীগের লোকজন। এ ছাড়া নয়টি ওয়ার্ডের কোনোটিতেই তাঁর এজেন্টদের ঢুকতে না দেওয়ায় তিনি ভোট বর্জন করেছেন বলে দাবি করেন। এ ছাড়া এসব অভিযোগে রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন বলেও জানান।
ঈশ্বরদী : ইশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও হামলার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়ন। আজ দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এদিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইসহাক হোসেন হামলার ঘটনা অস্বীকার করে দাবি করেন, ভোটের মাঠে থেকে সরে যেতে বাহানা খুঁজতে অভিযোগ করছেন মেয়র পদপ্রার্থী।
পাবনার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভার মধ্যে ফরিদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকিগুলোতে চলছে ব্যালট পেপারে ভোট গ্রহণ।