করোনায় ৩৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯৮
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৯৮ জনের।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত একদিনে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। এর ঠিক ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।