একসঙ্গে তিন নবজাতকের জন্ম
নিজস্ব প্রতিবেদক : জামালপুরের বকশীগঞ্জে রুজিনা বেগম (৩৬) এক সাথে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) রাতে শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে পৃথিবীর আলোর মুখ দেখেন এই তিন নবজাতক।
রুজিনা বেগম বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউপির সরকারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী একসাথে তিন সন্তান জন্ম নেয়াতে পরিবারের সবাই খুশি। নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানান ক্লিনিকের চিকিৎসক। রুজিনা বেগম বকশীগঞ্জ
উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
সাইফুল ইসলাম জানান, রোববার সকালে রুজিনা বেগমের প্রসব ব্যথা ওঠে। পরে তাকে শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে তার অপারেশন করা হয়। রুজিনা বেগমের ৫ বছর বয়সী আরো একটি মেয়ে রয়েছে।