উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন প্রতিবেদক : আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বইয়ের নাম ‘আনফিনিশড’। নিজের ইনস্টাগ্রামে আত্মজীবনীর ঝলক প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সাদা টপের ওপর কালো স্ট্রাইপ স্যুট পরেছেন প্রিয়াঙ্কা। প্রাণোচ্ছল হাসিতে নিজের আত্মজীবনী নিয়ে পোজ দিয়েছেন এ নায়িকা।প্রিয়াঙ্কা বেশ উচ্ছ্বসিত, তা হাসি দেখেই বোঝা যাচ্ছে।
শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, যখন আমি প্রথমবার বইটি হাতে ধরব সে অনুভূতি। আমি শুধু বইয়ের কভারটি হাতে পেয়েছি। পরের মাসে প্রথম প্রিন্ট করা কপিটা হাতে পাওয়া অপেক্ষায় আছি।
আত্মজীবনীতে প্রিয়াঙ্কার মানবিক দিকগুলো উঠে এসেছে।অভিনেত্রীর আসল জীবনী তুলে ধরা হয়েছে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।তিনি বলেন, আমি ছোট এক শহরের মেয়ে। কিন্তু আমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো বড় ছিল।পাঠকরা বইটি পড়ে নিজেদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে সক্ষম হবে।
জানা গেছে, একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘সিটাডেল’, ‘দ্য হোয়াইট টাইগার’ ও ‘উই ক্যান বি হিরোস’- সিনেমাগুলোতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের নতুন একটি সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।